বাসস
  ২৫ মে ২০২৪, ২১:৫৫
আপডেট : ২৫ মে ২০২৪, ২২:০৫

শিল্পকলা একাডেমিতে কাল থেকে শুরু হচ্ছে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব 

ঢাকা, ২৫ মে, ২০২৪ (বাসস): শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৬ তম  শাস্ত্রীয় নৃত্য উৎসব শুরু হচ্ছে আগামীকাল। চারদিনব্যাপী এ উৎসব শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত,নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৬ মে থেকে ২৯ মে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ। এতে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। শুভেচ্ছা বক্তৃতা করবেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু।