
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর- গ্যালারিতে আগামী ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফট ৬) বুধবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এছাড়াও উপস্থিত থাকবেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতি বিকাশের অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। একাডেমির চারুকলা বিভাগ একাডেমির জন্মলগ্ন থেকেই চারুকলা বিষয়ক প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, আর্টক্যাম্প, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণসহ চারুকলা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরমধ্যে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’র আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।