ভুয়া অ্যাকাউন্টে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক অপতৎপরতা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৬:৩৫

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা শনাক্ত করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, গত বছরের সেপ্টেম্বরে ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামের একটি ফেসবুক প্রোফাইল নিয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে উঠে আসে, প্রোফাইলটি থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন ছবি ও ভিডিও এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল, যেন প্রোফাইলধারী আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা পালন করছেন।

রিউমার স্ক্যানার জানায়, প্রতিবেদন প্রকাশের কিছুদিনের মধ্যেই প্রোফাইলটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর নামের বানানে সামান্য পরিবর্তন এনে ‘তামান্না আক্তার ইয়াসমান’ নামে আরেকটি প্রোফাইল খোলা হয়। নতুন এই প্রোফাইলটিও পূর্বের মতো একই কৌশলে পরিচালিত হচ্ছে। এখান থেকেও রিম আল হাশিমির পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে এমনভাবে প্রচার চালানো হচ্ছে, যাতে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবমূর্তি গড়ে তোলা যায়।

ফেসবুকের ট্রান্সপারেন্সি সেকশন বিশ্লেষণে দেখা গেছে, প্রোফাইলটি ২০২৪ সালের ২৪ নভেম্বর খোলা হয়েছে এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। সাত মাসের ব্যবধানে এর অনুসারীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, প্রোফাইলটিতে প্রকাশিত ছবি, ভিডিও ও বিবরণ দেখে সাধারণ ব্যবহারকারীদের মনে হতে পারে, এটি আওয়ামী লীগপন্থি আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কোনো নারী নেত্রীর প্রোফাইল। বিভিন্ন পোস্টে দেখা যায়, তিনি ভারতের কোথাও অবস্থান করছেন এবং সময় সময় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করছেন। এছাড়া ভারতে আসা বিভিন্ন বিদেশি নেতার সঙ্গে তার যোগাযোগ এবং বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করা হয়।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং দেখা গেছে, প্রোফাইলটিতে রিম আল হাশিমির পুরোনো কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ব্যবহার করে ভিন্ন একটি পরিচয় তুলে ধরার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা তারেক রহমানের
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে : প্রধান উপদেষ্টা
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স : ফরাসি রাষ্ট্রদূত
খসড়া আইপিও রুলস নিয়ে পুঁজিবাজার অংশীদের সঙ্গে বিএসইসির বৈঠ
৫ ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি
জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন
অর্থ আত্মসাৎ, ঘুস ও সেবায় অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান
নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ২৭.৯ শতাংশ প্রবৃদ্ধি
১০