ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২০:০৪
ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি ভুয়া।

সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ওই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।

আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি 
গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪১, চিকুনগুনিয়ায় ১৮ জন
মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব
আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
ফরিদপুরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন 
আইএইএ’র সঙ্গে চুক্তি নিয়ে ইউরোপীয় পরাশক্তির ইতিবাচক প্রতিক্রিয়ার ইরানের
ফেডারেশন কাপ গলফে নারী বিভাগে চ্যাম্পিয়ন কুর্মিটোলা, জুনিয়রে আর্মি গলফ ক্লাব
পিআর পদ্ধতি গণতন্ত্রকে বিভ্রান্ত করার চেষ্টা: রিজভী
১০