ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২০:০৪
ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি ভুয়া।

সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ওই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।

আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে সিআইডির মামলা, সম্পত্তি ক্রোক
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন
ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির
সীমান্তে কড়াকড়ির মেয়াদ বাড়ালো জার্মানি
মানি লন্ডারিং মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
জাপানে ২০২৭ সালে আকাশে উড়বে বৈদ্যুতিক ‘এয়ার ট্যাক্সি’
সিরাজগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি
ক্রিকেটারদের দীর্ঘ মৌসুমের জন্য প্রস্তুত রাখতে বিসিবির বিশেষ ক্যাম্প
সিলেটে ২৪ ঘণ্টায় ৩ জনের ডেঙ্গু শনাক্ত
জেলেনস্কির সঙ্গে বৈঠকের শর্ত পূরণ হয়নি : পুতিন
১০