
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পলিটেকনিক শিক্ষার্থীদের পুরোনো মিছিলের ছবি দিয়ে এআই ভিডিও বানিয়ে পটুয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ বলে প্রচার করা হচ্ছে। এমন অপ্রপচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
রিউমার স্ক্যানার ফ্যাক্টচেক টিম জানায়, 'প্রচারিত ভিডিওটি পটুয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভের নয়, পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিলের ছবি দিয়ে এআই তৈরি ভিডিও।
রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।