দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনাজপুরে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

গতকাল দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলার ৬টি উপজেলা থেকে ৭২ জন খেলোয়াড় প্রতিযোগিতায়  অংশ নেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে বাছাই পর্ব থেকে যোগ্য খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। রংপুর বিভাগীয় পর্যায়ে খেলার জন্য দিনাজপুর জেলা থেকে একটি বালক এবং একটি বালিকা দল গঠন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

তিনি বলেন, আজ ‘তারুণ্যের উৎসবে’ আমাদের জাতীয় খেলা কাবাডি নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমাদের গৌরবের বিষয়। দেশে জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব চলছে। জুলাই স্মৃতি স্মরণে ও তারুণ্যের উৎসব বাস্তবায়নে, নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।’

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব ও মো. নূর আলম খোকন।

আলোচনা শেষে বালক ও বালিকাদের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০