দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনাজপুরে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

গতকাল দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলার ৬টি উপজেলা থেকে ৭২ জন খেলোয়াড় প্রতিযোগিতায়  অংশ নেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে বাছাই পর্ব থেকে যোগ্য খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। রংপুর বিভাগীয় পর্যায়ে খেলার জন্য দিনাজপুর জেলা থেকে একটি বালক এবং একটি বালিকা দল গঠন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

তিনি বলেন, আজ ‘তারুণ্যের উৎসবে’ আমাদের জাতীয় খেলা কাবাডি নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমাদের গৌরবের বিষয়। দেশে জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব চলছে। জুলাই স্মৃতি স্মরণে ও তারুণ্যের উৎসব বাস্তবায়নে, নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।’

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব ও মো. নূর আলম খোকন।

আলোচনা শেষে বালক ও বালিকাদের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
১০