দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব’ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনাজপুরে দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

গতকাল দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলার ৬টি উপজেলা থেকে ৭২ জন খেলোয়াড় প্রতিযোগিতায়  অংশ নেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে বাছাই পর্ব থেকে যোগ্য খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। রংপুর বিভাগীয় পর্যায়ে খেলার জন্য দিনাজপুর জেলা থেকে একটি বালক এবং একটি বালিকা দল গঠন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

তিনি বলেন, আজ ‘তারুণ্যের উৎসবে’ আমাদের জাতীয় খেলা কাবাডি নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমাদের গৌরবের বিষয়। দেশে জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব চলছে। জুলাই স্মৃতি স্মরণে ও তারুণ্যের উৎসব বাস্তবায়নে, নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।’

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব ও মো. নূর আলম খোকন।

আলোচনা শেষে বালক ও বালিকাদের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০