শ্রবণ প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় জয় পেল লালমনিরহাট

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ‘ইশারা ভাষা ব্যবহার করব, বিশ্বকে জয় করব’- এই অনন্য ও প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হল শ্রবণ প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

এটি শুধু খেলার আয়োজন নয়, এটি ছিল ভাষা ও শ্রবণ প্রতিবন্ধকতাকে জয় করে মানবিক সক্ষমতার এক অনন্য উদযাপন।

গতকাল বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী।

লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। 

প্রতিযোগিতায় অংশ নেয় লালমনিরহাট ও রাজশাহী জেলার শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দু’টি দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র থাকার পর পেনাল্টিতে নাটকীয়ভাবে জয় পায় লালমনিরহাট দল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধকতা কোন অক্ষমতা নয়। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও পারে বিশ্বজয় করতে। আজকের আয়োজনই বাস্তব প্রমাণ।’

এ ধরনের উদ্যোগের বিষয়ে প্রধান অতিথি বলেন, ‘এই প্রতিযোগিতা সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শ্রবণ প্রতিবন্ধী তরুণদের আত্মবিশ্বাস ও যোগ্যতা প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

এ আয়োজন ফুটবল খেলার সীমা পেরিয়ে হয়ে উঠেছে সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার এক সাহসী বার্তা। যেখানে ভাষার সীমাবদ্ধতা নয়, ইশারাই হয়ে উঠেছে শক্তিশালী সংযোগের মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০