শ্রবণ প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতায় জয় পেল লালমনিরহাট

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ‘ইশারা ভাষা ব্যবহার করব, বিশ্বকে জয় করব’- এই অনন্য ও প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হল শ্রবণ প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

এটি শুধু খেলার আয়োজন নয়, এটি ছিল ভাষা ও শ্রবণ প্রতিবন্ধকতাকে জয় করে মানবিক সক্ষমতার এক অনন্য উদযাপন।

গতকাল বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী।

লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। 

প্রতিযোগিতায় অংশ নেয় লালমনিরহাট ও রাজশাহী জেলার শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দু’টি দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র থাকার পর পেনাল্টিতে নাটকীয়ভাবে জয় পায় লালমনিরহাট দল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধকতা কোন অক্ষমতা নয়। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও পারে বিশ্বজয় করতে। আজকের আয়োজনই বাস্তব প্রমাণ।’

এ ধরনের উদ্যোগের বিষয়ে প্রধান অতিথি বলেন, ‘এই প্রতিযোগিতা সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শ্রবণ প্রতিবন্ধী তরুণদের আত্মবিশ্বাস ও যোগ্যতা প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

এ আয়োজন ফুটবল খেলার সীমা পেরিয়ে হয়ে উঠেছে সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার এক সাহসী বার্তা। যেখানে ভাষার সীমাবদ্ধতা নয়, ইশারাই হয়ে উঠেছে শক্তিশালী সংযোগের মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের পক্ষে ইইউ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু
৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
১০