
মেহেরপুর, ১২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহম্মদ আবদুল ছালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ সুন্দর হাতের লেখা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।