মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:২২
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দা আলেয়া ফেরদৌসী। 

মেলায় নারী উদ্যোক্তারা ১০ টি স্টলে তাদের তৈরি পণ্য বিক্রি করেন।

মেলা শেষে ‘নারী ও কণ্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে জেলা প্রশাসক নারী ও কণ্যা শিশুর জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দা আলেয়া ফেরদৌসী জানান, নিবন্ধিত সমিতি এবং মেলায় ৫টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তারা স্টল নির্মাণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি
বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে এলওআই স্বাক্ষরিত
দুর্নীতির বিরুদ্ধে ১১ দফা প্রস্তাব গণসংহতি আন্দোলনের
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল শুরু
অনানুষ্ঠানিক শ্রমিকরা এখনও স্বীকৃতির বাইরে:  মৎস্য উপদেষ্টা 
দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান
নরসিংদীতে দু’টি অবৈধ ইটভাটা  ধ্বংস, জরিমানা  
১০