ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।      

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৭ হাজার ৯৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।    

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।     

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০