ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬০

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৫

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।      

২৪ ঘণ্টায় ৫১২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৯ হাজার ৪৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 
   
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৬ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন।
     
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেলেন চার জন মনোবিজ্ঞানী
ভোলায় গ্যাসভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে তিন উপদেষ্টার আশ্বাস
ঢাবি তারুণ্যের উৎসব রোববার
২০ জন প্রত্যাহারকৃত ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত
ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি হওয়ায় কাজী রাজীব উদ্দীনকে ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার
এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঢাকা-১৩ আসনে স্বাস্থ্যসচেতনতা আয়োজন
১০