ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২১ জন

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১০

ঢাকা,৯ ডিসেম্বর, ২০২৫(বাসস): ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।  

২৪ ঘণ্টায় ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৬ হাজার ৭৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।           
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী।   

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান বিচারপতির সাথে জার্মান রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৫০ কিংবদন্তী খেলোয়াড়ের নাম প্রকাশ করলো বিকেএসপি
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বিপিএল খেলার জন্য ৯ খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি
ডিএসইতে আজ ৫৩৩ কোটি টাকার লেনদেন, ২২৭ কোম্পানির দরপতন
ভোলায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক কর্মশালা 
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান
মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়: ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে : পরিবেশ উপদেষ্টা
১০