বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৫:১৬

বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক

চেন্নাই, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : দ্বিতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেছেন পেসার মিচেল স্টার্ক। 
ভারতের বিপক্ষে চেন্নাইয়ে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্টার্ক এই কৃতিত্ব দেখান। ২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত প্রথমইে স্টার্কের শিকারে পরিনত হয়। ওপেনার ইশান কিশানকে গোল্ডেন ডাকের লজ্জায় ফেলেন স্টার্ক। ম্যাচে শেষ পর্যন্ত ৮ ওভারে স্টার্ক ৩১ রানে ১ উইকেট দখল করেছেন। নিজের ১৯তম বিশ^কাপ ম্যাচে অস্ট্রেলিয়ান এই পেসার ৫০তম উইকেট দখল করেছেন, যার গড় ১৫.১৪। বিশ^কাপে তার সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট। 
২০১৯ বিশ^কাপে স্টার্ক ১০ ম্যাচে রেকর্ড  সর্বমোট ২৭ উইকেট পেয়েছিলেন । এক বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে এর মাধ্যমে রেকর্ড বইয়ে জায়গা করে নেন স্টার্ক। ঘরের মাঠে ২০১৫ বিশ^কাপেও তিনি ২২ উইকেট নিয়েছিলেন। সে  আসরে অস্ট্রেলিয়া রেকর্ড পঞ্চমবারের মত বিশ^কাপ শিরোপা জয় করেছিল। 
বিশ^কাপে এ পর্যন্ত ৫০ এর বেশি  উইকেট সংগ্রহকারী বোলাররা হলেন : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৩৯ ম্যাচে ৭১ উইকেট), শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন (৪০ ম্যাচে ৬৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (২৯ ম্যাচে ৫৬ উইকেট) ও পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৮ ম্যাচে ৫৫ উইকেট)।
বিশ^কাপে এ পর্যন্ত ৯৪১ বলে ৫০ উইকেট দখল করেছেন স্টার্ক। এক্ষেত্রে স্টার্ক সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছেন। ১১৮৭ বলে ৫০ উইকেট দখল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালিঙ্গা। ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, মুরলিধরন প্রত্যেকেই স্টার্কের তুলনায় এই তালিকায় নীচে রয়েছেন। 
বাসস/নীহা/১৫১২/স্বব
৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক
চেন্নাই, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : দ্বিতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেছেন পেসার মিচেল স্টার্ক। 
ভারতের বিপক্ষে চেন্নাইয়ে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্টার্ক এই কৃতিত্ব দেখান। ২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত প্রথমইে স্টার্কের শিকারে পরিনত হয়। ওপেনার ইশান কিশানকে গোল্ডেন ডাকের লজ্জায় ফেলেন স্টার্ক। ম্যাচে শেষ পর্যন্ত ৮ ওভারে স্টার্ক ৩১ রানে ১ উইকেট দখল করেছেন। নিজের ১৯তম বিশ^কাপ ম্যাচে অস্ট্রেলিয়ান এই পেসার ৫০তম উইকেট দখল করেছেন, যার গড় ১৫.১৪। বিশ^কাপে তার সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট। 
২০১৯ বিশ^কাপে স্টার্ক ১০ ম্যাচে রেকর্ড  সর্বমোট ২৭ উইকেট পেয়েছিলেন । এক বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে এর মাধ্যমে রেকর্ড বইয়ে জায়গা করে নেন স্টার্ক। ঘরের মাঠে ২০১৫ বিশ^কাপেও তিনি ২২ উইকেট নিয়েছিলেন। সে  আসরে অস্ট্রেলিয়া রেকর্ড পঞ্চমবারের মত বিশ^কাপ শিরোপা জয় করেছিল। 
বিশ^কাপে এ পর্যন্ত ৫০ এর বেশি  উইকেট সংগ্রহকারী বোলাররা হলেন : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৩৯ ম্যাচে ৭১ উইকেট), শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন (৪০ ম্যাচে ৬৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (২৯ ম্যাচে ৫৬ উইকেট) ও পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৮ ম্যাচে ৫৫ উইকেট)।
বিশ^কাপে এ পর্যন্ত ৯৪১ বলে ৫০ উইকেট দখল করেছেন স্টার্ক। এক্ষেত্রে স্টার্ক সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছেন। ১১৮৭ বলে ৫০ উইকেট দখল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালিঙ্গা। ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, মুরলিধরন প্রত্যেকেই স্টার্কের তুলনায় এই তালিকায় নীচে রয়েছেন। 
বাসস/নীহা/১৫১২/স্বব
৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক
চেন্নাই, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : দ্বিতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলিয়ে পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ৫০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেছেন পেসার মিচেল স্টার্ক। 
ভারতের বিপক্ষে চেন্নাইয়ে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্টার্ক এই কৃতিত্ব দেখান। ২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত প্রথমইে স্টার্কের শিকারে পরিনত হয়। ওপেনার ইশান কিশানকে গোল্ডেন ডাকের লজ্জায় ফেলেন স্টার্ক। ম্যাচে শেষ পর্যন্ত ৮ ওভারে স্টার্ক ৩১ রানে ১ উইকেট দখল করেছেন। নিজের ১৯তম বিশ^কাপ ম্যাচে অস্ট্রেলিয়ান এই পেসার ৫০তম উইকেট দখল করেছেন, যার গড় ১৫.১৪। বিশ^কাপে তার সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট। 
২০১৯ বিশ^কাপে স্টার্ক ১০ ম্যাচে রেকর্ড  সর্বমোট ২৭ উইকেট পেয়েছিলেন । এক বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে এর মাধ্যমে রেকর্ড বইয়ে জায়গা করে নেন স্টার্ক। ঘরের মাঠে ২০১৫ বিশ^কাপেও তিনি ২২ উইকেট নিয়েছিলেন। সে  আসরে অস্ট্রেলিয়া রেকর্ড পঞ্চমবারের মত বিশ^কাপ শিরোপা জয় করেছিল। 
বিশ^কাপে এ পর্যন্ত ৫০ এর বেশি  উইকেট সংগ্রহকারী বোলাররা হলেন : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৩৯ ম্যাচে ৭১ উইকেট), শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন (৪০ ম্যাচে ৬৮ উইকেট), লাসিথ মালিঙ্গা (২৯ ম্যাচে ৫৬ উইকেট) ও পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৮ ম্যাচে ৫৫ উইকেট)।
বিশ^কাপে এ পর্যন্ত ৯৪১ বলে ৫০ উইকেট দখল করেছেন স্টার্ক। এক্ষেত্রে স্টার্ক সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছেন। ১১৮৭ বলে ৫০ উইকেট দখল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালিঙ্গা। ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, মুরলিধরন প্রত্যেকেই স্টার্কের তুলনায় এই তালিকায় নীচে রয়েছেন।