বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৩৫

বাংলাদেশ ম্যাচে  উইকেট নিয়ে বিচলিত নয় ইংল্যান্ড

ধর্মশালা, ৯ অক্টোবর ২০২৩ (বাসস) : ধর্মশালার উইকেট স্পিন সহায়ক হওয়ায় বিশ্বকাপে  নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে থাকবে বলেই ধারনা করা হচ্ছে।
এই ভেন্যুতে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ম্যাচে আফগানদের ৬ উইকেট ভাগাভাগি করে নেন বাংলাদেশ স্পিন জুটি অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
ম্যাচ শেষে  আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজের পর্যবেক্ষণ এই উইকেট ক্রস-ব্যাটে খেলার জন্য নয়।
বছরের পর বছর আগ্রাসী ক্রিকেট খেলার পরও কালকের ম্যাচে ইংল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে  স্পিন সমৃদ্ধ  বাংলাদেশ দল।
কিন্তু এটি নিয়ে বিচলিত নন ইংল্যান্ড ব্যাটার জস  বাটলার। তিনি বলেন, ‘এমন উইকেটে এটি তাদের নিজস্ব অর্জন। যেকোন পরিস্থিতিতে, যেকোন উইকেটে  খেলার জন্য  আমরা সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি।  আমরা সবাইকে ইতিবাচক থাকতে উৎসাহি করি। এজন্য আমরা এ ধরনের বিষয় নিয়ে আগের থেকে খুব বেশি পরিকল্পনা করি না।’
তিনি আরও বলেন, ‘যেমনটা আমি সেদিন বলেছি সম্পর্কে বলেছি। আমি মনে করি, আমরা এখানে বসে যুগ যুগ ধরে কথা বলতে পারি কি হতে পারে বা উইকেটে খেলতে কেমন হবে। ম্যাচ শুরুর হবার পরই খেলার দক্ষতা দ্রুতই প্রকাশ পায় এবং সেই অনুযায়ী খেলতে হয়।’
বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। সমান দু’বার করে জিতেছে দু’দল। ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। ২০০৭ এবং ২০১৯ সালের বিশ^কাপে বাংলাদেশকে হারিয়েছিলো ইংল্যান্ড।
পরিসংখ্যান অনুযায়ী বিশ^কাপে ইংল্যান্ডের মাথা ব্যথার বড়  কারন হতে পারে বাংলাদেশ । তবে এটা মানতে রাজি নন বাটলার।
ইংল্যান্ডের জন্য বাংলাদেশ হুমকি  কিনা এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘না, মোটেও না।’ তিনি আর বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের কিছু দুর্দান্ত ম্যাচ রয়েছে। তারা খুব ভাল দল এবং যে দলের বিপক্ষেই খেলি আমরা তাদের সমীহ করি। বিশ্বকাপে সব প্রতিপক্ষই কঠিন   এবং এখানে  ম্যাচগুলো কঠিন হয়।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে  ইংল্যান্ড। হতাশজনক হারের পর ইংল্যান্ড ঘুড়ে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাটলার। তিনি বলেন, ‘মাত্র একটি করে ম্যাচ খেলেছে দু’দল। এজন্য দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি আগের ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো এবং আমরা আগামীকাল ভালো পারফমেন্স করার জন্য মুখিয়ে আছি।’