বাসস
  ০৯ অক্টোবর ২০২৩, ১৯:৫৭

ধর্মশালায়  আউটফিল্ডে বিচলিত নয় বাংলাদেশ

ঢাকা, ৯ অক্টোবর ২০২৩ (বাসস) : ঝুকিপুর্ন ও ইনজুরি হবার চরম শংকা থাকা সত্বেও ধর্মশালার আউটফিল্ড নিয়ে  বিচলিত হয়নি বাংলাদেশ।
বিশ^কাপে  নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে  ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ডাইভের চেস্টা করতে গিয়ে চোট পেতে হয়েছে আফগানিস্তানের মুজিব-উর-রহমান।
বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ অবশ্য বলেছেন আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সময় দলের খেলোয়াড়দেরকে ডাইভে নিষেধ  নেই। যে কোন ধরনের বিধিনিষেধ খেলোয়াড়দের শতভাগ প্রচেস্টাকে বাঁধাগ্রস্ত করতে পারে।
তিনি বলেন,‘ আমরা কোন রকম বিধি নিষেধ দিতে চাইনা। কারণ আপনি যদি কাউকে কোন কিছুতে বারণ করেন, তাহলে তারা শতভাগ দিতে পারবে না। এমন একটি প্রেক্ষাপটে আমি নিশ্চিতভাবে বলতে পারি আগের ম্যাচে তারা দারুন করেছে। তাই আউটফিল্ডেও আমরা তাদের সেরাটা দিতে বলেছি।’
আউটফিল্ডের এই দশার কারনেই চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টটি স্বল্প সময়ের নোটিশে ধর্মশালা থেকে ইন্দোরে সরিয়ে নেয়া হয়েছিল। মাঠের এমন অবস্থার  জন্য অবশ্য ওই অঞ্চলের কঠোর শীতকালীন  পরিস্থিতিকেই দায়ী করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।’
তবে হেরাথ মনে করেন ভেন্যুটি আন্তর্জাতিক মানের বলেই সেখানে বিশ্বকাপের ম্যাচ দেয়া হয়েছে। তিনি বলেন,‘ আমার মনে হয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কঠোর পরিশ্রম করেছে। তাই আন্তর্জাতিক মান বজায় রেখেছে বলেই একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য তারা ভেন্যুটিকে মনোনীত করেছে। সুতরাং বিষয়টি নিয়ে আমি সন্তুষ্ট।’
তবে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন এটির আউটফিল্ড বেশ খারাপ   এবং সেখানে ইনজুরির আশংকা আছে। তবে সেটিকে অজুহাত হিসেবে দেখাতে রাজি নন তিনি। বাটলার বলেন,‘ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটি (আউটফিল্ড) দূর্বল। সতর্কতার সঙ্গে ডাইভিং বা ফিল্ডিংয়ে সতর্ক থাকার যে কোন নির্দেশনা দল হিসেবে আপনি যা করতে চাইছেন তার বিপক্ষে যাবে। সুতরাং মাঠ বা আউটফিল্ড যেমনই হোক এটি কোনভাবেই আদর্শ কথা নয়। এটিকে আমরা কোন অজুহাত হিসেবে দেখাতে চাই না। বরং এর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে চাই।’
তিনি বলেন,‘ যে কোন সময় ইনজুরি হতে পারে। যেকোন জায়গায়, যেকোন  পরিস্তিতিতে এটা হতে পারে । এটা উপেক্ষা করা যাবেনা । কিন্তু এটি এমন একটি বিষয় যেখানে সতর্ক থাকার কথা বললে দেশের হয়ে যেটি করতে চান তার বিপক্ষে যাবে। প্রতিদ্বন্দ্বি দুই দলকেই এমন সমস্যার মোকাবেলা করতে হবে। সুতরাং আমরা সেখানে গিয়ে ভালো খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আমরা এসব বিষয়কে কোন অজুহাত হিসেবে দেখাতে চাই না। আমার মনে হয় আমাদের শুধু একটু স্মার্ট হতে হবে।’