বাসস
  ১৬ অক্টোবর ২০২৩, ২২:৩৭

৪৮ বছর পর বিশ্বকাপে আবারও তাসের ঘরের মত ভেঙে পড়লো শ্রীলংকা

লক্ষ্ণৌ, ১৬ অক্টোবর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। ৪৮ বছর পর বিশ^কাপ মঞ্চে তাসের ঘরের মত ভেঙ্গে পড়লো শ্রীলংকা।
এর আগে ১৯৭৫ সালে বিশ^কাপের প্রথম আসরের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিলো শ্রীলংকা। ঐ ম্যাচে ৫ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। এরপর ৮১ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ঐ ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
আজ লক্ষেèৗতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। এরপর ব্যাটিং ধ্বসে ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।
বিশ^কাপ ইতিহাসে দ্রুত শেষ ৯ উইকেট  হারানোর ঘটনা এখন অবধি সর্বমোট (আজকেরটিসহ) ১৮বার হয়েছে। এরমধ্যে দু’বার নাম আছে বাংলাদেশের। ২০১১ সালের বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে ৯ উইকেট হারিয়ে, ৫৮তেই গুটিয়ে যায় বাংলাদেশ।
এরপর ঐ আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।