বাসস
  ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৪

ফিল্ডিংয়ের দুর্বলতাই আফগানিস্তানের পরাজয়ের মূল কারন বলে মনে করেন ট্রট

চেন্নাই, ১৯ অক্টোবর ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্বকাপে  নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল  বুধবার ১৪৯ পরাজয়ের মূল কারন হিসেবে পাঁচটি ক্যাচ ড্রপ হওয়াকেই দায়ী করেছে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। 
নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং পেসার ফজলহক ফারুকির বলে শুন্য রানেই রহমত শাহর হাতে জীবন ফিরে পান। এছাড়া শুন্য রানে আরেক ব্যাটার রাচিন রবিন্দ্র ও ৩৮ রানে অধিনায়ক টম লাথামের ক্যাচ মিস করেন  অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।  এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১১০ রান থেকে শেষ পর্যন্ত  ৬ উইকেটে ২৮৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। 
ট্রট বলেন, ‘পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে দূর্ভাগ্যবশত: আফগানিস্তান এখন তলানিতে অবস্থান করছে। এ কারনে এখন দলেরর উন্নতির বিকল্প নেই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
নয়া দিল্লিতে মাত্র তিন দিন আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে আফগানিস্তান বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল। এখন তারা চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে চাপে রয়েছে। 
ইংল্যান্ডের সাবেক ব্যাটার ট্রট গত বছর জুলাইয়ে আফগানিস্তানের কোচের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের  জয়ে  তার দলই সহযোগিতা করেছে বলে ট্রট স্বীকার করেছেন, ‘রবিন্দ্র শুন্য রানে ড্রপড হয়েছে, ইয়ংও তাই। এসব ঘটনা নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাস যুগিয়েছে।’ 
১ উইকেটে ১০৯ রান সংগ্রহের পর নিউজিল্যান্ড একে একে রবিন্দ্র (৩২), ইয়ং (৫৪) ও ড্যারির  মিচেলের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু পঞ্চম উইকেটে ভারপ্রাপ্ত অধিনায়ক লাথাম (৬৮) ও গ্লেন ফিলিপস (৭১) মিলে ১৪৪ রান যোগ করেছে।  
ট্রট বলেন, ‘আমরা আরো ভাল পজিশনে যেতে পারতাম। ঐ ক্যাচগুলো ধরতে পারলে ম্যাচের চেহারাই পাল্টে যেত। কিন্তু হতাশা নিয়ে আমাদের মাঠ ছাড়তে হলো।’
একইসাথে দলের বাজে ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন ট্রট, ‘আমি মনে করিনা এভাবে আমাদের উইকেট বিলিয়ে দিয়ে আসা উচিত হয়েছে। ষষ্ঠ ওভারে মাত্র ১১ রানে বিপদজনক রহমানুল্লাহ গুরবাজকে হারানো উচিৎ হয়নি।’
ফাস্ট বোলার লুকি ফার্গুসন ১৯ রানে ও স্পিনার মিচেল স্যান্টনার ৩৯ রানে ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রট বলেন কিউই ফাস্ট বোলররাই আমাদের ক্ষতি করেছে। প্রথম পাওয়ার প্লে শেষে ২ উইকেটে আফগানিস্তান ২৮ রান যোগ করেছিল। ২৮০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই ২ উইকেট হারালে সেটা অবশ্যই পরবর্তীতে চাপ সৃষ্টি করবে। 
চেন্নাইয়ে আগামী ২৩ অক্টোবর  পরবর্তী ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে  আফগানিস্তান।