বাসস
  ২১ অক্টোবর ২০২৩, ১৮:৩৬

বাইসনের কারনে নিজের ক্যাস মিস দেখতে পারেননি ওয়ার্নার

ব্যাঙ্গালুরু, ২১ অক্টোবর ২০২৩ (বাসস/এএফপি) : পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন ওপেনার ম ডেভিড ওয়ার্নার। কিন্তু এই ইনিংসের পথে মাত্র ১০ রানেই শাহিন শাহ আফ্রিদির  বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। কিন্তু সহজ ক্যাচটি ধরতে পারেননি ওসামা মির। আর সেই ক্যাচ মিসের মাশুল পুরো ম্যাচেই দিতে হয়েছে পাকিস্তানকে। ঐ সময় অস্ট্রেলিয়ান দলীয় রান ছিল ২২। ড্রপ ক্যাচটি অপর প্রান্তে থাকা মিচেল মার্শের (ডাকনাম বাইসন) কারনে দেখতে পারেননি বলে স্বীকার করেছেন ওয়ার্নার। 
১২৪ বলে ১৪ বাউন্ডারি ও ৯ ওভার বাউন্ডারিতে  ওয়ার্নার ১৬৩ রানের ইনিংস গড়ে তুলেন। মার্শও ১০৮ বলে ১০ বাউন্ডারি ও ৯ ওভার বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। বিশ্বকাপ রেকর্ড ওপেনিং উইকেটে ২৫৯ রানের জুটি গড়েন ওয়ার্নার-মার্শ। 
ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ রান  করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ওয়ার্নার বলেছেন, ‘সত্যি বলতে কি ক্যাচ মিসের ঘটনাটি আমি দেখতে পাইনি। আমি বাইসনের পিছনে ছিলাম। ঐ সময় সিঙ্গেলসও নিতে না পারায় আমি মোটেই খুশী ছিলাম না। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আলাদা একটি দায়িত্ব সবসময়ই থাকে। মারতে গেলে ক্যাচ দিতেই হবে, ফিল্ডারদের সেই সুবিধাটা আদায় করে নিতে হবে।’
পাকিস্তানী দুই ওপেনার ইমাম-উল-হক (৭০) ও আব্দুল্লাহ শফিকও (৬৪) দুর্দান্তভাবে  ইনিস শুরু করেছিলেন। এই জুটি ১৩৪ রান উপহার দেন। কিন্তু মিডল অর্ডারে একের পর এক ব্যাটারাদের আসা যাওয়ায় পাকিস্তানকে পরাজিত হতে হয়। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার এ্যাডাম জাম্পা ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট। 
ওয়ার্নার জানিয়েছেন মার্শের জন্য তিনি খুশী। বিশেষ করে ৩২তম জন্মদিনে দলকে সেঞ্চুরি উপহার দিতে পারাটা বিশেষ কিছু। ওয়ার্নার বলেন, ‘সে আজ আমাকে বলেছিল নিজের জন্মদিনে আগে সে কখনো খুব বেশী রান করতে পারেনি। সে কারনে আজ আমি মার্শের জন্য দারুন খুশী। আমার মনে হচ্ছে ভারতীয় প্রথা অনুযায়ী জন্মদিনের কেক মুখে মাখার জন্য আজ রাতে মার্শকে প্রস্তুত থাকতে হবে। আমি সবসময়ই তার সাথে ব্যাটিং করাটা উপভোগ করি,আজকেও তার ব্যতিক্রম হয়নি। এমন একটি ইনিংস দুজনে মিলে খেলতে পেরেছি, এর থেকে স্বস্তি আর হতে পারেনা। ড্রেসিং রুমে মার্শ একজন দারুন সতীর্থ। সবসময়ই সে খুব হাসিখুশী থাকে, সবার কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে। এটাই একটি দলে প্রয়োজন। দলে এমন কিছু খেলোয়াড় থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়।’
শুক্রবারের এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া দুই হারের পর টানা দুই জয়ে বিশ^কাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালভাবেই টিকিয়ে রেখেছে। ওয়ার্নার বলেন, ‘সত্যিকারার্থেই  আমার বিশ্বাস ছিল  ৩৫০ রান এই পিচে জয়ের জন্য যথেষ্ঠ। এখানকার অতীত পরিসংখ্যান আমাদের জানা আছে। এখানে ব্যাট করাটা কিছুটা সহজ।’
বুধবার নয়া দিল্লিতে পরবর্তীয় ম্যাচে  নেদারল্যান্ডসের মোকাবেলা করভে অস্ট্রেলিয়া।