বাসস
  ২৮ অক্টোবর ২০২৩, ১৮:২১

ইংল্যান্ডের বিপক্ষে ৪-৪ সমতা লক্ষ্য ভারতের

লক্ষ্ণৌ, ২৮ অক্টোবর ২০২৩ (বাসস) : ওয়ানডে বিশ্বকাপের ১৯তম ম্যাচে আগামীকাল  মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে নবমবারের মত লড়বে দু’দল। 
আগের আট লড়াইয়ে  ভারতের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের জয় ৪টিতে, ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ টাই হয়। 
এবারের বিশ^কাপে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের পরিসংখ্যানটা ৪-৪ সমতায় আনতে চায় ভারত। ২০১৯ সালে সর্বশেষ বিশ^কাপে ঘরের মাঠে ভারতকে ৩১ রানে হারিয়েছিলো ইংল্যান্ড। 
বিশ^কাপে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে এগিয়ে ভারতই। ১০৬ ম্যাচে ইংলিশদের মুখোমুখি হয়ে ৫৭টিতে জিতেছে ভারত। ইংল্যান্ডের জয় ৪৪টিতে। ২টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। 
ওয়ানডেতে ভারত-ইংল্যান্ড শেষ দশ লড়াই :
১২-০৭-২০১৮: ভারত ৮ উইকেটে জয়ী, নটিংহাম
১৪-০৭-২০১৮: ইংল্যান্ড ৮৬ রানে জয়ী, লর্ডস
১৭-০৭-২০১৮: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী, লিডস
৩০-০৬-২০১৯: ইংল্যান্ড ৩১ রানে জয়ী, বার্মিংহাম
২৩-০৩-২০২১: ভারত ৬৬ রানে জয়ী, পুনে
২৬-০৩-২০২১: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী, পুনে
২৮-০৩-২০২১: ভারত ৭ রানে জয়ী, পুনে
১২-০৭-২০২২: ভারত ১০ উইকেটে জয়ী, ওভাল
১৪-০৭-২০২২: ইংল্যান্ড ১০০ রানে জয়ী, লর্ডস
১৭-০৭-২০২২: ভারত ৫ উইকেটে জয়ী, ম্যানচেস্টার
সব মিলিয়ে ওয়ানডেতে ১০৬বার মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড :
ভারতের জয় : ৫৭ ম্যাচে
ইংল্যান্ডের জয় : ৪৪ ম্যাচে
টাই : ২
পরিত্যক্ত : ৩