বাসস
  ৩১ অক্টোবর ২০২৩, ১৪:৪৩

আফগানিস্তানকে নিয়ে গর্বিত ট্রট

পুনে, ৩১ অক্টোবর, ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে দারুন এক জয়ের পর পুরো দল নিয়ে গর্বিত জানিয়ে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছেন তার দল এখন আর শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল নয়।
সোমবার পুনেতে ১৯৯৬ বিশ^ চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করেছে আফগানরা। এর আগে আরেক বিশ^ চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ট্রটের দল। 
এই জয়ের ফলে বিশ^কাপে প্রথমবারের মত টানা দুই ম্যাচের জয়ের স্বাদ পেল তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও পরাজিত করা আফগানিস্তান এখন সেমিফাইনালে খেলার স্বপ্নে বিভোর হয়ে উঠেছে। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। শীর্ষ চারে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার থেকে তারা দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। 
এর আগে বিশ^কাপের দুই আসরে আফগানিস্তানের ঝুলিতে ছিল মাত্র এক জয়, তাও আবার টেস্ট খেলুড়ে দেশের বাইরে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে। যে কারনে এবারের এই অর্জন তাদের সেরা সাফল্য। ট্রট বলেন, ‘এই দলে প্রতিভার অভাব নেই। আমাদের শুধুমাত্র তাদের সঠিক পথে চালিত করতে হবে, সঠিক গেম প্ল্যান দিতে হবে। এর মাধ্যমে তারা একদিন বিশে^র সেরা খেলোয়াড়ে পরিণত হবে। আমরা এখন আর শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল দল নই। প্রতিদিন পারফর্ম করেই আমরা জয় ছিনিয়ে আনছি।’
ইংল্যান্ডের সাবেক ব্যাটার ট্রট আরো বলেন, ‘কিন্তু আমি খেলোয়াড়দের বলেছি ভাল খেলাটাই ক্রিকেটের সৌন্দর্য্য। আগামী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আরো বেশী চ্যালেঞ্জ নিতে হবে। নেদারল্যান্ডসকে   মোটেই খাটো করে দেখলে চলবে না।’
রান তাড়া করে দুই ম্যাচে জয় পেয়েছে  আফগানিস্তান। ব্যাটিংয়ে এই উন্নতি কার্যত ট্রটের অভিজ্ঞতাকেই প্রমান করেন। শ্রীলংকার বিপক্ষে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের চতুর্থ বলেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে শুন্য রানে হারায় আফগানরা। এরপর অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী (৫৮*) ও আজমাতুল্লাহ ওমরজাই (৭৩*) ১১১ রানের অপরাজিত পার্টনারশীপে দলের জয় নিশ্চিত হয়। 
ট্রট বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি, খেলোয়াড়দের মূল মৌলিক বিষয়গুলো  নিয়ে কাজ করেছি। একইসাথে এই বিশ^কাপে খেলোয়াড়দের আত্মবিশ^াস প্রমান হয়েছে, নিজেদের যোগ্যতার উপর তারা আস্থা আনতে পেরেছে।’
দলে নতুন করে ডাক পাওয়া ফাস্ট বোলার ফজলহক ফারুকি ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। তার অনবদ্য বোলিংয়ে শ্রীলংকার ২৪১ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেয়া টিনএজার স্পিনার নুর আহমেদের পরিবর্তে ফারুকি দলে ডাক পান। কন্ডিশন অনুযায়ী আফগানিস্তানের বোলিং আক্রমনকে সাজানো নিয়ে দলকে চিন্তা করতে হবে। এ সম্পর্কে ট্রট কলেন, ‘গত ম্যাচে নুর যেভাবে বোলিং করে উইকেট পেয়েছে তাতে আমাদের হাতে আরো একজন বোলার এসেছে, এতে আমরা দারুন সৌভাগ্যবান। প্রতি ম্যাচে কন্ডিশন অনুযায়ী আমাদের লাইন-আপ চূড়ান্ত করতে হয়। 
সন্ধ্যার পর শিশিরের বিষয়টি মাথায় রেখে টস জিতে শাহিদী বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 
ছয় ম্যাচে চতুর্থ পরাজয়ে শ্রীলংকা কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। লংকান অফ-স্পিনার থিকশানা বিনা উইকেটে ৫৫ রান দিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সন্ধ্যার পর ব্যাটে স্বাভাবিকভাবেই  বল আসতে শুরু করে, যে কারনে ব্যাটাররা বাড়তি সুবিধা আদায় করে নেয়।’
ইনজুরির কারনে ওয়ানিন্দু হাসারাঙ্গা বিশ^কাপ থেকে ছিটকে পড়ায় শ্রীলংকার স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন থিকশানা। ২৩ বছর বয়সী থিকশানা এ পর্যন্ত ৭৬ গড়ে মাত্র তিনটি উইকেট শিকআর  করেছেন। এ সম্পর্কে থিকশানা বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জ। কারন হাসারাঙ্গা  আমাদের মূল উইকেট-শিকারী বোলার। কিন্তু একইসাথে আমি মনে করি নিজেকে প্রমানের এটি একটি ভাল সুযোগ।’