বাসস
  ০৪ নভেম্বর ২০২৩, ১৫:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল, ওমান

প্যারিস, ৪ নভেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি  বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সংক্ষিপ্ত ভার্সন  বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে ওমান। বাছাইপর্বের ফাইনালে রোববার নেপাল-ওমান মুখোমুখি হবে। 
এর আগে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসরে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। গতকাল নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের ইনিংস ৯ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায়। দলে ফেরা কুশল মালা  তিন ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। 
জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। তৃতীয় উইকেটে আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পডেল মিলে ৬৮ রানে অপরাজিত পার্টনারশীপ উপহার দিয়েছিলেন। আসিফ ৫১ বলে ৬৪ ও পডেল ৩৪ রানে অপরাজিত ছিলেন 
উল্লেখ্য ২০২৪ সালের টি-টোয়েন্টি  বিশ্বকাপ প্রথমবারের মত বিস্তারিত পরিসরে ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ওমানের তৃতীয় বিশ্বকাপ। ২০২১ সালে সর্বশেষ আসরে  বিশ্বকাপে খেলেছিল।