বাসস
  ০৭ আগস্ট ২০২৩, ১২:৩২

ইসরাইলি হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত

দামেস্ক, ৭ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক) : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সোমবার প্রথম প্রহরে ইসরাইলি বিমান হামলায় দেশটির চার সৈন্য নিহত ও চারজন আহত হয়েছে। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, সোমবার প্রথম প্রহর রাত ২টা ২০ মিনিটে ইসরাইলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি অভিমুখ থেকে দামেস্কের আশপাশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সংস্থাটি জানায়, হামলায় চার সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহ যুদ্ধে ইসরাইল দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কয়েকশ’ বার হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা।