সুদানের স্বাস্থ্য সংকট নিয়ে ডব্লিওএইচও’র সতর্কবার্তা

বাসস
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:২৮

জেনেভা, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সুদানে গভীর স্বাস্থ্য ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
সংস্থাটি শুক্রবার এ আহ্বান জানিয়ে আর্থিক সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধও জানায়।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস যুদ্ধের কারণে সুদানের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য সুবিধা ঠিকমতো কাজ করছে না বলে উল্লেখ করেন।
সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং  জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে  হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।
জাতিসংঘ বলছে, চলমান পরিস্থিতিতে সুদান থেকে  নতুন করে ৩ লাখেরও বেশি লোক পালাতে বাধ্য হয়েছে। এছাড়া ১২ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ  আধানম বলেছেন, গভীরতর স্বাস্থ্য ও মানবিক সংকটের মধ্যেই সুদানে সংঘাত পরিস্থিতি আরো মারাত্মক রূপ নিয়েছে যা প্রতিহত করা প্রয়োজন। এ সংঘাতের কারণে হাজার হাজার লোক নতুন করে বাস্তুচ্যূত হয়েছে যার অধিকাংশ নারী ও শিশু।
তিনি আরো বলেছেন, যুদ্ধের কারণে দেশটির অন্তত ৭০ শতাংশ স্বাস্থ্য সুবিধা কাজ করছে না।
এ স্বাস্থ্য সংকট মোকাবেলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে জাতিসংঘ বলেছে, সুদানে অন্তত ৭১ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ১৫ লাখ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মী সমর্থকরাও শামিল হয়েছে : তথ্যমন্ত্রী
সিএমপিতে ডগ স্কোয়াড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আগামীকাল নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মাতবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী
খাল পরিষ্কার রাখতে চসিক-এর এসটিএস চালু
জাতি ইংরেজী নববর্ষ ২০২৪ কে স্বাগত জানাতে প্রস্তুত
গত ২৪ ঘন্টায় দেশে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত
কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য খাদ্য রেশন ৮ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করবে ডব্লিউএফপি
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
এটুআই এর বছরব্যাপী উদ্যোগ স্মার্ট বাংলাদেশের ভিত্তি স্থাপনের চাবিকাঠি
নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি
১০