বহু মাস ধরে গাজা যুদ্ধ চলবে: নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩২

তেল আবিব, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে।
গাজা থেকে হামাসকে নির্মূলের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
গাজায় জিম্মি হিসেবে আটক সকল ইসরাইলীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনী জটিল যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং লক্ষ্য অর্জনে সময় লাগবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, হামাস নির্মূল না হওয়া এবং জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ যুদ্ধ চলবে।
ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের অভিযানে আট হাজার জঙ্গী নিহত হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা নিশ্চয়তা দেবো গাজা আর ইসরাইলের জন্যে হুমকি হয়ে উঠবে না।
তিনি বলেন, ধাপে ধাপে আমরা হামাসের সক্ষমতা ধ্বংস এবং নেতাদের নির্মূল করবো।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী হামলায় ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনী নিহত হয়েছে। যার অধিকাংশ নারী ও শিশু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনী জোয়ারে বিএনপির নেতা-কর্মী সমর্থকরাও শামিল হয়েছে : তথ্যমন্ত্রী
সিএমপিতে ডগ স্কোয়াড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আগামীকাল নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মাতবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী
খাল পরিষ্কার রাখতে চসিক-এর এসটিএস চালু
জাতি ইংরেজী নববর্ষ ২০২৪ কে স্বাগত জানাতে প্রস্তুত
গত ২৪ ঘন্টায় দেশে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত
কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য খাদ্য রেশন ৮ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করবে ডব্লিউএফপি
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
এটুআই এর বছরব্যাপী উদ্যোগ স্মার্ট বাংলাদেশের ভিত্তি স্থাপনের চাবিকাঠি
নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি
১০