বাসস
  ১৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৪

পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করল ভারত-কানাডা

ঢাকা,  ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : ভারত সোমবার নয়াদিল্লিতে থাকা ছয় কানাডিয়ান কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলেছে। কানাডা থেকে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা ও অন্যান্য ‘সুনির্দিষ্ট কূটনীতিক ও কর্মকর্তাদের’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা পরে, কানাডিয়ান কূটনীতিকদের এ আদেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, কানাডাও  হাই কমিশনারসহ ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। অটোয়া বলেছে, ভারতীয় হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিকরা কানাডিয়ান একটি তদন্তের সাথে সম্পর্কিত বিষয়ে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বলে দাবি করার পরে এই সর্বশেষ ঘটনাটি ঘটল। তবে নয়াদিল্লি তাদের এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জুন মাসে ভ্যাঙ্কুভারের কাছে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজার হত্যাকান্ডে ভারতীয় এজেন্টরা ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লি ও অটোয়ার কূটনৈতিকরা বাকযুদ্ধে লিপ্ত হয়েছিল। ভারত সরাসরি এ অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানায়।

ওই বাকযুদ্ধের পর দুই পক্ষ পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।