শিরোনাম
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : প্রচন্ড বায়ু দূষণের কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ আজ বুধবার প্রধান শহরগুলোর সব স্কুল ১৭ নভেম্বর বন্ধ ঘোষণা করেছে। বায়ু দূষণের মাত্রা এতো বেশি যে, এই বন্ধের সময় অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
একজন প্রাদেশিক মন্ত্রী বলেছেন, পুরো দেশই অতিমাত্রায় বায়ু দূষণের ঝুঁকির মধ্যে রয়েছে।
লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের একজন সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘বায়ুর গুণমান সূচক বিবেচনা করে আমরা সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দিচ্ছি।’