শিরোনাম
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার একজন নারী কর্মকর্তাকে আঞ্চলিক গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। ওই নারীর ছেলে ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে। ইউক্রেনে আক্রমণে অংশ নেওয়া রুশ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের পদোন্নতির পক্ষে মত দিয়ে পুতিন বারংবার বলেছেন, তারা দেশে ‘নতুন অভিজাত’ তৈরি করবে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ান নেতা ফার ইস্টার্ন জুইশ অটোনোমাস রিজিয়নের স্থানীয় জ্যেষ্ঠ নেত্রী মারিয়া কস্ত্যুককে ওই অঞ্চলের প্রধান হিসেবে মনোনিত করেছেন।
ইউক্রেনে নিহত সৈন্যদের মায়েদের সঙ্গে পুতিনের বৈঠকে কস্ত্যুকও অংশ নিয়েছিলেন। তিনি চীন সীমান্তবর্তী অঞ্চলটির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা।
ক্রেমলিনে কোস্ত্যুকের সঙ্গে বৈঠককালে এই অঞ্চলের প্রধানের প্রস্তুাব দিয়ে পুতিন তাকে বলেন, ‘আমি একজন সত্যিকারের রুশ যোদ্ধাকে উত্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’ রুশ প্রেসিডেন্টে প্রস্তাবটিকে বিনীতভাবে গ্রহণ করে কস্ত্যুক বলেন, ‘আমার ছেলের যোগ্য মা ও আপনার বিশ্বাসের সম্মান রক্ষায় আমি আমার সাধ্যমত সম্ভাব্য সবকিছুই করব।’
তার ২৬ বছর বয়সী ছেলে পূর্ব ইউক্রেনে মস্কোর পক্ষে যুদ্ধে নিহত হয়েছে।
এই বছরের শুরুতে সাইবেরিয়ার একজন নারী গভর্নর পদত্যাগ করার পর কস্ত্যুক এখন একমাত্র নারী, যিনি রাশিয়ার ৮৩টি অঞ্চলের একজনের নেতৃত্ব দিচ্ছেন।
একদিন আগে পুতিন দক্ষিণের শহর ক্রাসনোদারের প্রাক্তন মেয়র ইয়েভেনি পারভিশভকে মধ্য তাম্বভ অঞ্চলের প্রধান হিসেবে পদোন্নতি দেন।