বাসস
  ০৭ নভেম্বর ২০২৪, ১৩:২৭

স্পেনে ভয়াবহ বন্যায় ৯৩ জন নিখোঁজ

ঢাকা, ৭, নভেম্বর, ২০২৪ (বাসস) : এক সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব স্পেনে ভয়াবহ বন্যায় ২০০ জনেরও বেশি প্রাণহানির পর এখনো প্রায় ৯৩ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে ভ্যালেন্সিয়ার আঞ্চলিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে। ভ্যালেন্সিয়া, স্পেন থেকে এএফপি এখবর জানায়।

ভ্যালেন্সিয়ার উচ্চ আদালত মঙ্গলবার ৮৯ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে, বুধবার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কাছে আরও চার ব্যক্তি নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে।

স্পেনে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভ্যালেন্সিয়া অঞ্চলের।

নিখোঁজদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই সংখ্যা বাড়বে বলে আশঙ্ক করা হচ্ছে। যদিও আদালত বলেছে যে কর্তৃপক্ষ তাদের কয়েকজনকে জীবিত খুঁজে পাওয়ার বিষয়টি অস্বীকার করেনি।

ভ্যালেন্সিয়া অঞ্চলের ভূগর্ভস্থ গ্যারেজ এবং জলপথে বুধবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়।

এই অঞ্চলে মোতায়েন করা ১৫,০০০ পুলিশ এবং সৈন্য ধ্বংসযজ্ঞ পরিষ্কার এবং রাস্তা ও অবকাঠামো মেরামত করতে সাহায্য করছে।

স্পেন সরকার মঙ্গলবার বিধ্বস্ত অঞ্চলগুলোর পুননির্মাণের জন্য ১০.৬ বিলিয়ন ইউরোর ($১১.৫ বিলিয়ন) একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

বুধবার, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠনে অর্থায়নের জন্য ৯০০ মিলিয়ন ইউরোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।