বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৫

রোমানিয়ার প্রেসিডেন্ট ভোটকে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে গণভোট হিসেবে দেখা হচ্ছে

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ইউক্রেনের সীমান্তবর্তী ইইউ এবং ন্যাটো সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভোটে রোববার রোমানিয়া দেশটির প্রথম উগ্র-ডানপন্থী প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। বুখারেস্ট থেকে এএফপি এখবর জানায়।

অতি-ডান রাজনীতিবিদ ক্যালিন জর্জস্কু, একজন প্রাক্তন সিনিয়র বেসামরিক কর্মচারি, ২৪ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে শীর্ষস্থান লাভ করে পূর্ব ইউরোপীয় দেশটিকে চমকে দিয়েছিলেন।

রোববারের নির্বচনে তিনি, মধ্যপন্থি মেয়র এলেনা লাস্কোনির মুখোমুখি হবেন।

আশঙ্কা করা হচ্ছে যে জর্জস্কুর অধীনে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অতি-ডান ব্লকে যোগ দেবে এবং রাশিয়ার মুখোমুখি হয়ে ইউরোপীয় ঐক্যকে দুর্বল করবে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে জর্জস্কুর কৌশলগত গুরুত্ব বেড়েছে।

ইটিএইচ জুরিখের একজন রাষ্ট্রবিজ্ঞানী মারিয়াস ঘিনসিয়া এএফপিকে বলেছেন, "প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ফলাফল দেশের ভবিষ্যত বৈদেশিক নীতির অভিমুখীকরণের উপর একটি গণভোট হিসাবে তৈরি করা হচ্ছে।"