শিরোনাম
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দু’দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে এএফপি এখবর জানায়।
ঘটনাটা তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে ১০০০০ সৈন্য প্রেরণের অভিযোগ এনেছে। যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে।
মস্কোতে দু’দেশের সহকারি পররাষ্ট্র মন্ত্রীদের অনুমোদন পেপার বিনিময়ের মাধ্যমে গত বুধবার এই সামরিক চুক্তি কার্যকর হয়।
গত বছরের জুনে পিয়ংইয়ং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সফরকালে কিম এবং পুটিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোন দেশ যদি অন্য কোন দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে দেশ দুটি কোন বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে এবং পশ্চিমা নিশেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচারণ করবে।
এক বহু পাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লমেন্ট গত মাসে এ চুক্তির পক্ষে সর্বসম্মভাবে ভোট দেয়। পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এর অনুমোদন দেয়।
২০২২ সালের ফেব্রুয়ারীতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে।