বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮

গাজার জিম্মি মুক্তি চুক্তির সম্ভাবনা রয়েছে : ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গিডিওন সা’আর বৃহস্পতিবার বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানের সুযোগ ‘এখন তৈরি হয়েছে’ বলে মনে করা হচ্ছে।

 মাল্টায় এক বৈঠক থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা বন্দি বিনিময়ে একটা চুক্তিতে উপনীত হওয়ার সুযোগ দেখতে পাচ্ছি। ইসরাইল এই চুক্তি সম্পাদনে আন্তরিক এবং আমি আশা করি, আমরা যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করতে পারবো।’