বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন প্রিন্সেস ক্যাথরিন

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন আজ শুক্রবার বড়দিন উপলক্ষ্যে ওয়েস্ট মিনিস্টার আ্যাবেতে প্রার্থনা সভার আয়োজন করতে যাচ্ছেন। ক্যান্সার চিকিৎসার পর প্রথম জনসম্মুখে ফেরায় অনুষ্ঠানে তার ‘অত্যন্ত কঠিন সময়’ প্রতিফলিত হবে। লন্ডন থেকে এএফপি’র খবরে এ কথা জানায়। 

কেনসিংটন প্রাসাদ সূত্র জানায়, বড়দিন উপলক্ষ্যে লন্ডনের চার্চের প্রর্থনাসভা ‘ক্যারল সার্ভিসে’ মানুষের জীবনে ভালবাসা এবং সহানুভূতির গুরুত্ব এবং কতবেশি আমাদের একজনের আরেকজনের প্রয়োজন,বিশেষ করে জীবনের কঠিন সময়ে-সেটা তুলে ধর্মীয় আচার-অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

ক্যাথরিন তার স্বামী প্রিন্স উইলিয়ামস ও তাদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুই ওই সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রিন্সেস ক্যাথরিন গত সেপ্টম্বরে জানান, তার কেমোথেরাপি শেষ করেছে,স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।  

বিবিসি’র উদ্ধৃতি দিয়ে এএফপি বলছে ওই প্রার্থনা সভায় ১৬০০ আমন্ত্রিত অতিথির মধ্যে অক্টোবরে সাউথপোর্টে ছুরিকাঘাতে নিহত তিন কিশোরীর পরিবারের সদস্যরা থাকবে। গতমাসে প্রিন্সেস ক্যাথরিন সাউথপোর্ট ভ্রমণ করেন এবং ছুরিকাঘাতে নিহতদের আত্মীয়-স্বজনের সাথে দেখা করেন।  

অনুষ্ঠানে অলিম্পিক সাইক্লিং এ ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন ক্রিস হোয় মোমবাতি প্রজ্জ্বলন করবেন এবং গায়ক পালোমা ফেইথ এবং আমেরিকান জাজ পারফরমার গ্রেগোরি পোর্টার গান গাইবেন।