বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

লেবাননের ক্ষতিগ্রস্তদের জন্য হিজবুল্লাহর পাচঁ কোটি ডলার অনুদান

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : হিজবুল্লাহ লেবাননের ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি ডলার অনুদান দিয়েছে। গত ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম।

এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলাও অব্যাহত রেখেছে।

লেবাননের বাসিন্দারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর আশার আলো দেখেছিল। কিন্তু ইসরাইলি বাহিনীর বর্বরতা না কমাতে আবারো তারা শঙ্কিত।

স্কাই নিউজ ও আল জাজিরা এই খবর জানায়।

চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই একের পর এক লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। লেবানীজরা দাবি করছে সেখানে হিজবুল্লাহর লঞ্চপ্যাড টার্গেট করে হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আগের তুলনায় আরো বেড়েছে। দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের একটি গ্রামের বেশকিছু লোক আহত হয়েছে।

এছাড়া সম্মুখযুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ট ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে তারা কবে নিহত হয়েছে সেই সম্পর্কে হিজবুল্লাহ কিছুই জানায়নি।

শুরু থেকেই ফিলিস্তিনের ইসলামিক জিহাদির সদস্যরা হিজবুল্লাহর সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরাইলি বাহিনীর তারা বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।