বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০০
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

সিরিয়ার সরকার দক্ষিণ শহর দারার নিয়ন্ত্রণ হারিয়েছে: মনিটর

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিরিয়ার সরকার শুক্রবার দক্ষিণের শহর দারা এবং প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে, যা দেশটির ২০১১ সালের বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, যুদ্ধ পর্যবেক্ষক মনিটরের উদ্ধৃতি দিয়ে  এএফপি এ খবর জানায় ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘সরকারি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করায় "স্থানীয় দলগুলো দারা প্রদেশের আরও বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং দারা শহরসহ প্রদেশের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।’