বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

সরকার ভেঙে দিলেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক নেতা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতির ডিক্রি উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।

২০২২ সালের অক্টোবরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর ক্ষমতায় আসার পর অ্যাপোলিনিয়ার জোয়াকিম কাইলেম ডি তাম্বেলাকে প্রধানমন্ত্রীকরা হয়। তবে তাকে বরখাস্ত করার কোন কারণ জানানো হয়নি।

ডিক্রিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর অফিসিয়াল কার্যাবলি বন্ধ করা হয়েছে।’ এতে আরো বলা হয়েছে ভেঙ্গে দেয়া সরকারের সদস্যরা’ নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত চলমান কার্যক্রম চালিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী প্রতিটি রদবদল থেকে বেঁচে গিয়ে পরপর তিনটি সরকারের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০২২ সালের জানুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে লেফটেন্যান্ট-কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা নির্বাচিত রাষ্ট্রপতি রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরের কাছ থেকে ক্ষমতা দখল করেন।

আট মাসের কিছু বেশি সময় পরে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর পাল্টা অভ্যুত্থানের দামিবাকে ক্ষমতাচ্যূত করে নিজেই জান্তা শাসনের প্রধান হন।