বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ : উদ্ধারকারী সংস্থা

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দক্ষিণ ইকুয়েডরে শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সাথে অন্য একটি হালকা গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৮ আহত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় ।

ইসিইউ ৯১১ এজেন্সি হোয়াটসঅ্যাপে জানায়, পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
অগ্নিনির্বাপক কর্মী, জাতীয় পুলিশ এবং জনস্বাস্থ্য মন্ত্রনালয় ইউনিটগুলো এই ঘটনার উপর কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং উল্টে যায়। সড়ক দুর্ঘটনা ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি।