শিরোনাম
সিউল, ৭ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সামরিক আইন জারির কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনে বিরোধী-নেতৃত্বাধীন একটি প্রস্তাব শনিবার ব্যর্থ হয়েছে।
সিউল থেকে এএফপি জানায়, ইউন সুক ইওলকের ক্ষমতানীন দল ভোট বয়কট করার পর প্রয়োজনীয় কোরাম পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত অভিশংসন প্রস্তাব পাস হতে পারেনি।
জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক বলেছেন, ‘মোট ১৯৫ ভোট পড়েছে। ভোট দেওয়া সদস্যের সংখ্যা মোট সদস্যের প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ হয়নি। তাই, আমি ঘোষণা করছি যে এই ভোট বৈধ নয়।’