বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

রুশ-ইউক্রেন যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি


ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে  প্রায় তিন বছরের  যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং প্রায় ৩ লাখ ৭০ হাজার আহত হয়েছে। খবর এএফপির।

সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি বলেছেন, ‘পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছে। আর আহত ৩ লাখ ৭০ হাজার চিকিৎসাধীন রয়েছে। তবে আহতদের ‘অর্ধেক’ সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।