বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:২৬

ঘানায় মহামা’র ঐতিহাসিক নির্বাচনী প্রত্যাবর্তন

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ঘানার প্রধান বিরোধীদলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট জন মাহামা অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি নিয়ে শনিবারের নির্বাচনে জয়ী হয়েছেন।

ঘানার রাজধানী আক্রা থেকে এএফপি জানায়, মহামা( ৬৬) এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির শীর্ষ পদে জয়ী হওয়ার লক্ষ্যে এর আগে তিনি আরো দুবার চেষ্টা করেন।

দেশের অর্থনীতির হতাশাজনক পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে তিনি তার তৃতীয় প্রচেষ্টায় একটি বিশাল জয় নিয়ে প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন। ঘানায় ১৯৯২ সালে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসার পর, তিন দশকের মধ্যে নির্বাচনে দু’বার  পরাজয়ের পর প্রেসিডেন্ট হিসেবে তার এই প্রত্যাবর্তন এক ঐতিহাসিক বিজয় হিসেবেইে প্রতিভাত হচ্ছে।

ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের মহামা, ক্ষমতাসীন নিউ প্যাট্রিয়টিক পার্টির (এনপিপি) দলের পক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়াকে রোববার পরাজিত করেছেন।

ঘানা ঋণ খেলাপি হওয়ার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে ৩ বিলিয়ন ডলার ঋন চুক্তিতে প্রবেশ করার পরে অর্থনীতি একটি প্রধান নির্বাচনী ইস্যু হয়ে ওঠে।