বাসস
  ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

ইভাংকার শ্বশুরের পক্ষে ডোনাল্ড  ট্রাম্পের সাফাই 

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ফ্রান্সে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ইভাংকার শ্বশুর চার্লস কুশনারের পক্ষে সাফাই গেয়েছেন। 

কুশনারকে ডোনাল্ড ট্রাম্প পরিবারের একজন সদস্য এবং খুবই সফল মানুষ হিসাবে উল্লেখ করে ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ’ কে এক সাক্ষাৎকার দিয়েছেন, শনিবার। যা আজ বুধবার প্রকাশ পেয়েছে। 

সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, আমাদের অনেক রাষ্ট্রদূত অনেক দেশে আছে। এটা একটা বড় ব্যাপার যে কুশনার আমাদের পরিবারের একজন। গত নভেম্বরে ট্রাম্প ইভাংকার শ্বশুরকে ফরাসি রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন দেন। 

৭০ বছর বয়সি কুশনার একজন রিয়েল স্টেট ব্যবসায়ী। কুশনারকে কর ফাঁকির কারণে আমেরিকাতে দু’বছর জেল দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হলে ২০২০ সালে চার্লস কুশনারের দন্ড মওকুপ করে দেন।   

ঐ সাক্ষাতকারে ফ্রান্সকে আমেরিকার বন্ধু এবং মিত্রদেশ উল্লেখ করে ট্রাম্প বলেন, ফ্রান্স সুন্দর একটা দেশ।