বাসস
  ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টর বিরুদ্ধে আবারও অনাস্থা ভোট

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়লকে অভিসংশনের লক্ষ্যে সেদেশের সংসদ সদস্যরা শনিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবারও ভোটাভুটিতে অংশ নিবে। স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বলছে চাইনিজ জিংহুয়া। 

পার্লামেন্টে কোরাম সংকটের কারণে গত শনিবার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল অভিসংশনের হাত থেকে রক্ষা পায়। ঐদিন ইয়ন সক ইয়লের ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির বেশির ভাগ সদস্য ভোট বর্জন করে দেশটির সংসদে অনুপস্থিত ছিল।