বাসস
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:০২

পশ্চিম তীরে ইসরাইলি বালক নিহত

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : দখলকৃত পশ্চিম তীরে বুধবার এক অস্ত্রধারী ইসরাইলি একটি বাসে গুলি চালিয়ে বার বছর বয়সী এক ছেলেকে হত্যা করেছে এবং তিনজনকে আহত করেছে, ইসরাইলি মিলিটারির উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়। 

বেথেলহেমের কাছে তথাকথিত ট্যানেল চেক পয়েন্টে এই গোলাগুলির ঘটনা ঘটে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে। পশ্চিম  জেরুজালেমের হাদাচ্ছা হসপিটালে পরে ছেলেটি মারা যায়। ছেলেটি পরিবারের সাথে বেইটার সেটেল্মেন্ট থেকে ঐ বাসে করে জেরুজালেমে যাচ্ছিল। 

ইসরাইল জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের দখল নিয়েছে ১৯৬৭ সালে। গত বছরের ৭ অক্টোবরে হামাস ইসরাইলে আক্রমন চালালে গাজা যুদ্ধের সূত্রপাত। তখন থেকে পশ্চিম তীরেও সংঘাত-সংঘর্ষ বেড়েছে। রামাল্লাহ ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতে গাজা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি সৈন্যরা এবং জবরদখলকারী  (সেটলার) পশ্চিম তীরে ৭৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময়ে ফিলিস্তিনীরা সেখানে ২৪ জন ইসরাইলিকে হত্যা করেছে।