শিরোনাম
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ভারতের দক্ষিণাঞ্চলের একটি বেসরকারি হাসপাতালে আগুনে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই ডজনেরও বেশি লোক।
আগুন নিভানোর সরঞ্জামের পর্যাপ্ত ঘাটতি থাকায় এবং অনিয়মিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতে ভবনে আগুন লাগার ঘটনা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডু রাজ্যে বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৬ জনকে দিনদিগুল শহরের একটি বেসরকারি হাসপাতালের লিফটে অচেতন অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ সুপার এ প্রদীপ এএফপি’কে জানিয়েছেন, আগুনে প্রায় ৩০ জন আহত হয়েছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল।
এদিকে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, হাসপাতারের অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সুত্রপাত হলে তা দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।