বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯

সিডনির নববর্ষের আতশবাজি উৎসব চলবে

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : সিডনির নববর্ষের বিখ্যাত আতশবাজি উৎসব চলবে। রেল কর্মচারীদের সাথে ১১ ঘন্টার আলোচনা শেষে অস্ট্রেলীয় সরকার এ সিদ্ধান্তে এসেছে, খবর এএফপি’র।  

মনে করা হচ্ছে, আড়াই লক্ষ মানুষ এই নিউ ইয়ার আতশবাজি উপভোগ করতে সিডনিতে আসবে। ইতোপূর্বে বেতন নিয়ে বিবাদের কারণে রেল কর্মচারীরা ইন্ডাস্ট্রিয়াল একশানে যাওয়ার হুমকি দেয়। এতে অংশগ্রহনকারীদের নিরাপদে বাড়ি ফেরা ব্যাহত হতে পারে, এ জন্য দেশটির সরকার এ বছরের আতশবাজির উৎসব বাতিলের কথা ভাবছিল। 

কিন্ত আজ মঙ্গলবার দেশটির ফেয়ার ওয়ার্ক কমিশনের একটা মামলার শুনানি শুরু হওয়ার এক ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। 
নিউ সাউথ ওয়েলস এর ট্রান্সপোর্ট মন্ত্রী জো হেইলেন বলছেন, এখন আতশবাজিতে অংশগ্রহনে ইচ্ছুক পরিবারগুলো বিজনেস ডিস্ট্রিক্ট সিডনিতে যেতে পারবে এবং সেখান থেকে ফিরতে পারবে। 

জো হেইলেন আরো বলছেন, বড়দিন, নতুন বছরের শুরু এবং সিডনি টেস্ট নিউ সাউথ ওয়েলস এর মানুষের কাছে মূল্যবান। এসব এখন স্বাভাবিকভাবেই চলবে। কারণ, রেল কর্মচারীদের ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল একশানে যাওয়ার হুমকি প্রত্যাহার করেছে। 

সামনের সপ্তাহে বেতন বিরোধ নিয়ে রেল কর্মচারী ও সরকার আবার আলোচনায় বসবে।