বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ


ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : মিয়ানমার কর্তৃপক্ষ দক্ষিণ মিয়ানমারের বাগো অঞ্চলে ৫.২৩ মিলিয়ন উদ্দীপক ট্যাবলেট, ১৭০ কেজি আইসিই (মেথামফেটামিন) ও ২.৬ কেজি ‘হ্যাপি ওয়াটার’ ড্রাগ জব্দ করেছে। রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা মিরর শনিবার এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী পুলিশ ২০ ডিসেম্বর বাগো অঞ্চলের বাগো শহরে একটি গাড়ি তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গাড়িতে সেগুলো একটি লোহার বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তা বাজেয়াপ্ত করা হয়।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৪.১ বিলিয়ন কিয়াট (প্রায় ৬.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, মাদকদ্রব্যগুলো দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য থেকে এনে ইয়াঙ্গুন অঞ্চল, রাখাইন রাজ্য ও কায়িন রাজ্যে পাঠানো হচ্ছিল। 

সন্দেহভাজনদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।