শিরোনাম
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে (বৃহৎ প্রবাল প্রাচীর) হাঙ্গরের আক্রমণে একব্যক্তি নিহত হয়েছেন, খবর এএফপি’র।
অস্ট্রেলিয়ার জরুরি সেবা সূত্র বলেছে, ৪০ বছর বয়সি নিহত ঐ ব্যক্তি দেশটির পূর্ব উপকূলের হাম্পি দ্বীপে শনিবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের সাথে মাছ ধরছিলেন।
কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত হওয়ার দেড় ঘন্টার মধ্যে লোকটি ঘটনাস্থলে মারা যান। ঘাতক হাঙ্গর লোকটির ঘাড়ে কামড় বসিয়েছিল।
অস্ট্রেলিয়াতে সর্বশেষ হাঙ্গরের আক্রমণ হয় ২০২৩ সালের ডিসেম্বরে। দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি নির্জন সার্ফিং স্পটে। সাদা হাঙ্গরের আক্রমণে ১৫ বছর বয়সি একটি ছেলে সেখানে প্রাণ হারায়।
ডাটা বেস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হাঙ্গরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।