কপ৩০ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে ব্রাজিলের চেষ্টা

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:২৮

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : কিছু দেশের শীর্ষ সম্মেলনের এজেন্ডায় উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপ ও আর্থিক বাধ্যবাধকতা রাখার চেষ্টার মধ্যেই বুধবার কপ৩০ এর আয়োজক রাষ্ট্র ব্রাজিল একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। 

জাতিসংঘের এই শীর্ষ সম্মেলন সোমবার বেলেমে উদ্বোধনী অনুষ্ঠানে একটি তথাকথিত ‘এজেন্ডা লড়াই’ এড়িয়ে গেছে। 

আয়োজক ব্রাজিল এই দাবিগুলো অনানুষ্ঠানিকভাবে শোনার এবং একটি গ্রহণযোগ্য সমাধানের মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বব্যাপী জলবায়ু ও অর্থনৈতিক নীতিনির্ধারণে বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ইস্যু নিয়ে গভীর আলোচনা চলছে। এই চারটি বিষয় হলো— বাণিজ্য, স্বচ্ছতা ও প্রতিবেদন ব্যবস্থা, জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা, এবং তাপ ঠেকিয়ে দূষণ কমানোর উদ্যোগ।

আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে এ সব বিষয় নিয়ে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। 

উন্নত দেশগুলো মূলত বাণিজ্যিক স্বচ্ছতা ও প্রতিবেদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।

অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অর্থায়নের ন্যায্য বণ্টন ও অর্থ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

বিশেষজ্ঞদের মতে, তাপ ঠেকিয়ে দূষণ বা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ না নিলে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করা বেশ কঠিন হয়ে পড়বে। 

তবে এসব বিষয়ে একমত হওয়া এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এখন আলোচনার অগ্রগতিই আন্তর্জাতিক জলবায়ু চুক্তির ভবিষ্যৎ দিক নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এগুলোর মধ্যে শেষের দুটি সবচেয়ে সংবেদনশীল, ধনী দেশগুলো আর্থিক সাহায্য নিয়ে তীব্র লড়াই পুনরায় শুরু করতে উৎসাহী নয় এবং তেল উৎপাদনকারী বৃহৎ অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনে জীবাশ্ম জ্বালানির ভূমিকার ওপর কোনও ধরনের ফোকাসের বিরুদ্ধে।

বুধবার বেলেমে দুই দিনের ব্যাকরুম পরামর্শ শেষ করার সময় ব্রাজিল কোনও মধ্যম পথ খুঁজে পেতে সফল হয়েছে কি-না, তা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এই বার্ষিক সম্মেলনের আয়োজকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, তবে তারা সমঝোতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৭টি দেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের সদস্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যমত্যের মাধ্যমেই কপ শীর্ষ সম্মেলনে যে কোন সিদ্ধান্ত নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দলিলাদি প্রয়োজন হবে
ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু
রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২২ 
মাইলস্টোন দুর্ঘটনা : সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
হাবিপ্রবির শিক্ষকদের ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 
কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিনিয়োগকারীরা খুশি হবেন : জেট্রো
দুদকের মামলায় সাবেক বিচারপতি মেজবাউদ্দিনসহ তিনজনের জামিন
জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০
পশ্চিম তীরের সংঘর্ষের পর বসতি স্থাপনকারীদের গ্রেফতার 
১০