জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৩:২১

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। আজারবাইজান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্ক বুধবার এ তথ্য জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আজারবাইজানের পশ্চিমাঞ্চলে গঞ্জা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। কিন্তু জর্জিয়ায় পূর্ব  সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়। 

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে ২০ জন আরোহী ছিলেন, যার মধ্যে বিমানের ক্রুও ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে নিহতদের ২০টি ছবি পোস্ট করেছেন।

তিনি ওই পোস্টে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফিরে আসার জন্য উড্ডয়নকারী আমাদের সি-১৩০ সামরিক পণ্যবাহী বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন।’ 

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা বিমানে কতজন আরোহী ছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্ক দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের তোলা এবং আজারবাইজানি সংবাদমাধ্যমে প্রকাশিত নাটকীয় ফুটেজে দেখা গেছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেশ কয়েকটি চক্কর দিয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিমানটি আজারবাইজানের সঙ্গে জর্জিয়ার রাজ্য সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

জর্জিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি ‘কোনো বিপদ সংকেত প্রেরণ না করে’ তার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনার বিষয়ে সতর্ক করে দেয়।

সি-১৩০ হারকিউলিস সামরিক কার্গো বিমানটি মার্কিন নির্মাতা লকহিড মার্টিন-এর  তৈরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার
বিলুপ্ত সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : ড. নেয়ামত উল্যা
পরিবারে সদস্যসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ বিচারপতির শপথ গ্রহণ
সিলেটের রনি হত্যা মামলার পরিকল্পনাকারী ইমা গ্রেফতার
প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দলিলাদি প্রয়োজন হবে
ইইউ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক : আমীর খসরু
রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২২ 
মাইলস্টোন দুর্ঘটনা : সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো যমজ দুই শিশু
১০