চীন সফরে স্পেনের রাজা ফিলিপ

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৪:৫৯

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বুধবার বেইজিংয়ে চীনের নেতা সি চিনপিংয়ের কাছ থেকে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। ২০১৪ সালে তার বাবা সিংহাসন ত্যাগ করার পর রাজার এটি চীনে প্রথম রাষ্ট্রীয় সফর।

বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

নির্বাসিত সাবেক রাজা জুয়ান কার্লোস ছিলেন প্রথম স্প্যানিশ রাজা যিনি ১৯৭৮ সালে চীনে রাষ্ট্রীয় সফর করেছিলেন। চীনে তার শেষ রাষ্ট্রীয় সফর ছিল ২০০৭ সালে। সে সময় তিনি সাবেক চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে দেখা করেছিলেন।

সি ২০১৮ সালে স্পেনে তার সফরে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পান। তিনি বুধবার ফিলিপকে ‘চীনা জনগণের ভালো বন্ধু’ বলে অভিহিত করেন।

রাজা বলেন, দুই দেশের মধ্যে ‘বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে’, যা এই সপ্তাহে উচ্চ-স্তরের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ২০ তম বার্ষিকীতে উপনীত হবে।

ফিলিপ ও তার পত্নী রানী লেটিজিয়া একটি লিমুজিনে করে রাজধানীর রাজকীয় গ্রেট হল অফ দ্য পিপল-এ পৌঁছান। তারা সেখানে সি'র সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্টাও।

স্প্যানিশ রাজপরিবারের তথ্য অনুসারে, চীন এশিয়ায় স্পেনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবি’র মেডিকেলে নতুন পাঁচটি চিকিৎসা ইউনিটের উদ্বোধন
গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার
বিশ্ববিদ্যালয়গুলোকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসি’র
বিশ্ববিদ্যালয়গুলোকে ইরাসমাস বৃত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসি’র
কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগত প্রবেশ বন্ধ করতে কঠোর নির্দেশনা জারি
মেহেরপুরে হাতের লেখা ও সংগীত প্রতিযোগিতা
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা
এনআইডি জালিয়াতি : চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরে মামলা পরিচালনার নির্দেশ
১০