বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তথ্যচিত্রে বিভ্রান্তিকরভাবে বক্তব্য সম্পাদনার দায়ে বিবিসির বিরুদ্ধে তার মামলা করার অধিকার রয়েছে। মঙ্গলবার সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বললেও সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণার বিষয়টি এড়িয়ে যান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বছর সম্প্রচারিত বিবিসির তথ্যচিত্র ‘প্যানোরামা’য় ট্রাম্পের বক্তব্য এমনভাবে জোড়া লাগানো হয়েছে, এতে মনে হচ্ছে ২০২১ সালে  তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দিয়েছেন। এ ঘটনায় বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। এ ঘটনায় বিবিসি কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে।

এএফপির হাতে পাওয়া এক চিঠি অনুযায়ী, সোমবার ট্রাম্পের আইনজীবীরা এ ঘটনায়  ব্রিটিশ সম্প্রচার সংস্থাকে এক বিলিয়ন ডলারের মামলার হুমকি দেন।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি  বিবিসির বিরুদ্ধে মামলা করবেন কি না? এর জবাবে ট্রাম্প বলেন,  ‘আমার মনে হয়, আমাকে করতে হবে, কেন নয়?’। এটি ছিল সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা করা আমার দায়িত্ব। কারণ, আপনি কাউকে এমন কাজ করতে দিতে পারেন না।’

তবে তিনি নিশ্চিত করেননি, মানহানির মামলা দায়েরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন কি না।

ট্রাম্প বলেন, ‘তারা জনগণকে প্রতারিত করেছে এবং তারা তা স্বীকারও করেছে।’

তিনি বলেন, ‘ব্রিটেন তো আমাদের অন্যতম প্রধান মিত্র হওয়ার কথা এবং সরকারেরও ওইটার (বিবিসি) একটা অংশ রয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি সরকার বিবিসির স্বাধীনতা সমর্থন করে এবং ট্রাম্পের বিপক্ষে অবস্থান না নেওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছে।

বিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি ‘পর্যালোচনা’ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র পেলেন সাইফ
দেশের শান্তি বজায় রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ছাত্রশিবিরের
মামুন হত্যা: অস্ত্র মামলায় দুই শুটারসহ পাঁচজন রিমান্ড
নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফ্যাসিবাদী চক্রান্তের অংশ : রিজভী 
রাজধানীতে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ 
ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বিসিএস (প্রশাসন) সমবায় তহবিলের অর্থ আত্মসাৎ: দুদকের অনুসন্ধান শুরু
পে স্কেলের শক্তিশালী কাঠামো নিশ্চিতের ওপর জোর দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন
ডিএসইতে ব্যাপক দরপতন, লেনদেন কমেছে
১০